আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সব ধর্মের মানুষ নিরাপদে আছেন। নির্বিঘ্নে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
শনিবার (২১ অক্টোবর) রাত ৯টায় উপজেলা সদরের রায়েন্দা কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে পূজা উদযাপন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য জাতিধর্ম নির্বিশেষে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পূজা উদযাপন কমিটির আহ্বায়ক আশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগ নেতা মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এমএ রশিদ আকন, আওয়ামী লীগ নেতা শেখ আসাদুজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন