নড়াইলের লোহাগড়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এবং ঝিনাইদহ-শৈলকুপা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ নজরুল ইসলাম দুলাল।
শনিবার (২১ অক্টোবর) রাতে নজরুল ইসলাম দুলাল তার সফরসঙ্গী ও দৈনিক কালবেলা পত্রিকা লোহাগড়া উপজেলা প্রতিনিধি কাজী ইমরানকে সঙ্গে নিয়ে নড়াইলের লোহাগড়া শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য, সহসম্পাদক রূপক মুখার্জি, কোষাধ্যক্ষ তপন বিশ্বাস ও মন্দিরের পুরোহিত সুকান্ত ভট্টাচার্য্য বিপ্লবসহ মন্দির পরিচালনা পর্ষদের নেতারা স্বাগত জানান।
মন্দির পরিদর্শনকালে নজরুল ইসলাম দুলাল উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি মন্দিরের দুর্গা মণ্ডপ, কালী মন্দির, শিব মন্দির ও কামনা বৃক্ষ ঘুরে দেখেন।
উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম দুলাল বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।’
মন্তব্য করুন