লালমনিরহাটে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লামিয়া আক্তার মাহিম নামে ৩ মাসের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় ওই শিশুর বাবা-মাসহ আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় ট্রাকটি আটক করেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট থেকে স্ত্রী-সন্তান নিয়ে অটোরিকশাযোগে লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকার সাতপাট্টি গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিল নুর হোসেন। পথে সদর উপজেলার বড়বাড়ী এলাকায় আসলে কুড়িগ্রামগামী একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান কোলের শিশু লামিয়া আক্তার মাহিম। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, ‘সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন