ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মিলন হোসেন (৩৫) নামে বোমা তৈরির এক কারিগরকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার মনোহরদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিলন ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মিলন পেশাদার বোমা তৈরির কারিগর। হরিণাকুণ্ডু পৌরসভা এলাকার আইনজীবী কামরুল ইসলামের কাছে গত ৮ জুলাই স্থানীয় সন্ত্রাসীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তার বাসায় বোমা হামলা চালায়। এ ঘটনায় ওমর ফারুক নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে বোমা তৈরির কারিগর মিলনের কথা জানায় ফারুক। পরে মিলনকে আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া বলেন, বিশেষ অভিযান চালিয়ে বোমা তৈরির কারিগর ও চাঁদাবাজ মিলনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ক্রাইম পেট্রল দেখে বোমা তৈরিতে উদ্বুদ্ধ হওয়ার কথা জানিয়েছে।
মন্তব্য করুন