নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা ও ইউপি সদস্য শাজাহান আলীকে গ্রেপ্তার করেছে। গত বছরের একটি মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতার দায়েরকৃত মামলায় শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শাজাহান (৪৫) উপজেলার ভাটকৈ গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেল যুগ্ন আহ্বায়ক ও একই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য। তাকে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে উপজেলা সদরে একটি মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগ নেতা রাসেল বাদী হয়ে এজাহারনামীয় ও অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার ভোরে ভাটকৈ গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে শাজাহানকে গ্রেপ্তার করে পুলিশ।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা বলেন, ‘গ্রেপ্তার শাজাহানকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।’
মন্তব্য করুন