বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে ব্যাপক তল্লাশি করছে পুলিশ। এ সময় সন্দেহভাজন ৮ জনকে আটক করা হয়। শনিবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর মুন্নু সিরামিক ফ্যাক্টরির সামনে এমন চিত্র দেখা যায়।
এ সময় দেখা যায়, মানিকগঞ্জ ও টাঙ্গাইল থেকে ছেড়ে আসা প্রতিটি বাসে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর মুন্নু সিরামিক ফ্যাক্টরির সামনে তল্লাশি করে সন্দেহভাজন ৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ধামরাই থানা পুলিশ। এ সময় প্রত্যেকের মোবাইল ফোন চেক করছেন পুলিশ সদস্যরা।
ধামরাই থানার এসআই প্রদীপ বিশ্বাস বলেন, আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতা ঠেকাতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছি।
মন্তব্য করুন