রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা। নেই যাত্রী ও যানবাহনের চাপ। স্বাভাবিক আছে যান চলাচল। শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা, কাঁচপুর, চিটাগাংরোড, শিমরাইল মোড়, মৌচাক এবং সাইনবোর্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, অন্য দিনের চেয়ে শনিবার যানবাহন ও যাত্রীর চাপ একেবারেই নেই। তবে সব ধরনের যানবাহনই সড়কে চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি যাত্রীদেরও বাসের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে না।
পথচারীরা বলেন, ভেবেছিলাম অফিস যেতে কষ্ট হবে। কিন্তু দেখলাম সড়কের যান চলাচল স্বাভাবিক। পুলিশের তাৎপরতাও লক্ষ্য করার মতো ছিল না।
বাসচালকরা জানান, গাড়ির চাপ কম থাকায় আজ কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছি। কোনো স্ট্যান্ডে বেশিক্ষণ থামানো লাগছে না গাড়ি ভরে যাচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম সুমন জানান, যে কোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। যান এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। কাউকে তাদের গন্তব্যস্থলে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
মন্তব্য করুন