ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রী নামানোর পর বাসটিতে আগুন দেওয়া হয়। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বাসচালক আনোয়ার হোসেন বলেন, 'বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন যাত্রী বাসে উঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করার পর তারা বাসের ৫০-৬০ জন যাত্রীকে নামিয়ে দিয়ে বাসে পেট্রল ঢেলে আগুল ধরিয়ে দেয়।’ তিনি আরও বলেন, ‘তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত চলে যান। তবে তাদর কাউকে চিনতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, 'আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। কারা এ ঘটনা ঘটিয়েছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে।’
মন্তব্য করুন