সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন সংকটে যাত্রীভোগান্তি চরমে

ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহনের তীব্র সংকট। ছবি : কালবেলা
ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহনের তীব্র সংকট। ছবি : কালবেলা

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত দক্ষিণবঙ্গগামী দূরপাল্লার বাসের যাত্রীদের জন্য সাভারের নবীনগর বাস টার্মিনালে সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বাসের জন্য সকাল থেকেই অপেক্ষা করছেন যাত্রীরা। হরতালের কারণে কাঙ্ক্ষিত যাত্রী না থাকায় ঢাকা থেকে বাস ছেড়ে না আসায় এই টার্মিনালের কাউন্টারগুলো থেকে টিকিটও বিক্রি করছেন না খোলা থাকা ৪-৫টি কাউন্টার। সকাল ১০টার দিকে ৩২টি কাউন্টারের মধ্যে মাত্র ৪-৫টি কাউন্টার খোলা দেখা গেছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, টার্মিনালটিতে ৪-৫টি কাউন্টার খোলা রয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন খুলনা, বেনাপোল, বাগেরহাট, মাগুরা, গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশাল, খুলনাসহ কয়েকটি জেলার যাত্রীরা। তাদের অভিযোগ কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না।

তবে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, হরতালের কারণে কাঙ্ক্ষিত পরিমাণ যাত্রী পাওয়া যাচ্ছে না। তাই যারা টিকিট কিনতে আসছেন, তাদের অপেক্ষা করতে বলা হয়েছে। কাঙ্ক্ষিত যাত্রী পাওয়ার পর টিকিট বিক্রি করা হবে।

রোববার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, আশুলিয়ার বাইপাইল ও ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, সড়কে তেমন কোনো গণপরিবহন নেই। তাই বেশিরভাগ মানুষ ব্যাটারিচালিত অটোরিকশা, লেগুনায় চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। হঠাৎ দুই একটি স্বল্প দূরত্বের বাসের দেখা মিললেও দূরপাল্লার বাসের দেখা মিলেনি কোথাও।

আশুলিয়ার জিরানী এলাকা থেকে টিকিট কাটতে এসে টিকিট পাননি শিক্ষার্থী শাহরিয়াত আব্দুল্লাহ। তিনি বলেন, ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউটে কাল আমার ভর্তির শেষ দিন। আজকে যাব তাই টিকিট কাটতে এসেছিলাম। কিন্তু পেলাম না। তাই এখন কীভাবে যাব জানি না।

কমফোর্ট লাইন পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা ইয়াকুব আলী জানান, সকাল থেকে কাউন্টার খুলে বসে আছেন কিন্তু যাত্রী নাই। দুই একজন যাত্রী আসায় তাদের অপেক্ষা করতে বলেছি। যদি ঢাকা থেকে বাস আসে তবে তাদের টিকিট দিব। প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ৩-৪টি বাস যায়। আজ একটিও ঢাকা থেকে আসেনি।

এদিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‍্যাবের একাধিক টিমকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী কালবেলাকে বলেন, সড়কে চলমান যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক টিম সাভারের মহাসড়কগুলো বিশেষ দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবপাচারকারী ফখরুলের পক্ষে সাফাই  / সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত সভা শেষ করলেন আয়োজকরা

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

১০

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

১১

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১২

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১৩

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১৪

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১৬

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৭

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৮

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৯

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

২০
X