সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন সংকটে যাত্রীভোগান্তি চরমে

ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহনের তীব্র সংকট। ছবি : কালবেলা
ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহনের তীব্র সংকট। ছবি : কালবেলা

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত দক্ষিণবঙ্গগামী দূরপাল্লার বাসের যাত্রীদের জন্য সাভারের নবীনগর বাস টার্মিনালে সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বাসের জন্য সকাল থেকেই অপেক্ষা করছেন যাত্রীরা। হরতালের কারণে কাঙ্ক্ষিত যাত্রী না থাকায় ঢাকা থেকে বাস ছেড়ে না আসায় এই টার্মিনালের কাউন্টারগুলো থেকে টিকিটও বিক্রি করছেন না খোলা থাকা ৪-৫টি কাউন্টার। সকাল ১০টার দিকে ৩২টি কাউন্টারের মধ্যে মাত্র ৪-৫টি কাউন্টার খোলা দেখা গেছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, টার্মিনালটিতে ৪-৫টি কাউন্টার খোলা রয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন খুলনা, বেনাপোল, বাগেরহাট, মাগুরা, গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশাল, খুলনাসহ কয়েকটি জেলার যাত্রীরা। তাদের অভিযোগ কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না।

তবে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, হরতালের কারণে কাঙ্ক্ষিত পরিমাণ যাত্রী পাওয়া যাচ্ছে না। তাই যারা টিকিট কিনতে আসছেন, তাদের অপেক্ষা করতে বলা হয়েছে। কাঙ্ক্ষিত যাত্রী পাওয়ার পর টিকিট বিক্রি করা হবে।

রোববার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, আশুলিয়ার বাইপাইল ও ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, সড়কে তেমন কোনো গণপরিবহন নেই। তাই বেশিরভাগ মানুষ ব্যাটারিচালিত অটোরিকশা, লেগুনায় চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। হঠাৎ দুই একটি স্বল্প দূরত্বের বাসের দেখা মিললেও দূরপাল্লার বাসের দেখা মিলেনি কোথাও।

আশুলিয়ার জিরানী এলাকা থেকে টিকিট কাটতে এসে টিকিট পাননি শিক্ষার্থী শাহরিয়াত আব্দুল্লাহ। তিনি বলেন, ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউটে কাল আমার ভর্তির শেষ দিন। আজকে যাব তাই টিকিট কাটতে এসেছিলাম। কিন্তু পেলাম না। তাই এখন কীভাবে যাব জানি না।

কমফোর্ট লাইন পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা ইয়াকুব আলী জানান, সকাল থেকে কাউন্টার খুলে বসে আছেন কিন্তু যাত্রী নাই। দুই একজন যাত্রী আসায় তাদের অপেক্ষা করতে বলেছি। যদি ঢাকা থেকে বাস আসে তবে তাদের টিকিট দিব। প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ৩-৪টি বাস যায়। আজ একটিও ঢাকা থেকে আসেনি।

এদিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‍্যাবের একাধিক টিমকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী কালবেলাকে বলেন, সড়কে চলমান যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক টিম সাভারের মহাসড়কগুলো বিশেষ দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১০

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

১১

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

১২

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

১৩

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

১৪

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

১৫

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৬

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

১৭

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? যা বলছে ইসলাম

১৮

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

১৯

খেলার অনুষ্ঠানে টাকা দেওয়ায় জামায়াতের প্রার্থীকে শোকজ

২০
X