জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পৌর শহর ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সফলতার লিফলেটও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, জামায়াত-বিএনপি ঢাকায় সমাবেশের নামে নৈরাজ্য ও ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। আমরা তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন সফলতা তুলে লিফলেট বিতরণ করেছি। এই দুটো লিফলেট দেখে সাধারণ মানুষ বুঝতে পারবে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।
কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, যুবলীগ নেতা তমাল পাঠান প্রমুখ।
মন্তব্য করুন