সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) গভীর রাত পর্যন্ত জেলার উল্লাপাড়া, সলঙ্গা, রায়গঞ্জ, বেলকুচি, এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান বিএনপির এক কর্মী গ্রেপ্তার হয়েছে। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল জানান, সোমবার রাতভর অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তার করা হেয়ছে। এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি খায়রাল বাশার বলেন, রাতে অভিযান চালিয়ে কৈজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তাগণ।
মন্তব্য করুন