শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘রেলপথে দেহ দেব তবুও স্টার্টিং পয়েন্ট বদলাতে দেব না’

ময়মনসিংহে রেললাইনে শুয়ে আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
ময়মনসিংহে রেললাইনে শুয়ে আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

‘রেলপথে মাথা দিব, দেহ দেব, প্রাণটাও দেব তবুও ময়মনসিংহের একমাত্র ট্রেন বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্টে পরিবর্তন করতে দেব না।’ এমন স্লোগানে আন্দোলনে নেমেছে ক্ষুব্ধ নাগরিকরা। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট পরিবর্তন করে জামালপুর নেওয়া হচ্ছে এই খবরে ক্ষুব্ধ নাগরিকরা এমন কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রেলপথে অবস্থান, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধ নাগরিকরা। বিজয় এক্সপ্রেস ময়মনসিংহে বহাল রাখার দাবিতে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিক্ষুব্ধ নাগরিকরা বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন ও স্বাক্ষর গ্রহণ কর্মসূচি করে।

প্রতীকী অনশনে অংশ নেওয়া রেলপথে শুয়ে আলী ইউসুফ বলেন, রেলপথে মাথা দেব, দেহ দেব, প্রাণটাও দেব তবুও ময়মনসিংহের একমাত্র ট্রেন বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্টে পরিবর্তন করতে দেব না। এই একমাত্র ট্রেনটি কেড়ে নিতে নানা ষড়যন্ত্র চলছে। আমরা জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্র প্রতিহত করব।

ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে একমাত্র আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট পরিবর্তন না করার দাবি জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গত ২৯ অক্টোবর রেলমন্ত্রীকে এক চিঠি পাঠিয়ে ট্রেনটির স্টার্টিং পয়েন্ট পরিবর্তনের সিদ্ধান্ত পূণর্বিবেচনা করতে আহ্বান জানান।

ময়মনসিংহ সদর আসনের এমপি ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ চিঠিতে লেখেন- ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একমাত্র ট্রেন বিজয় এক্সপ্রেস এর স্টার্টিং পয়েন্ট পরিবর্তনকে কেন্দ্র করে ময়মনসিংহবাসীর মনে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। সরকারের বর্তমান মেয়াদের শেষ প্রান্তে এসে দীর্ঘদিন ধরে চলমান এ আন্তঃনগর ট্রেনটির যাত্রাপথ পরিবর্তন জনমনে ভুল বার্তা পৌঁছাতে পারে। ময়মনসিংহ শহরটি দেশের অন্যতম প্রধান ও পুরোনো শহর। এটি বর্তমানে বিভাগীয় হেড-কোয়র্টার। ঐতিহ্যবাহী এ শহর থেকে আন্তঃনগর ট্রেনেটির স্টার্টিং স্টেশন পরিবর্তন করা সমীচীন হবে না।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং স্টেশন পরিবর্তন না করে পূর্বের মতো ময়মনসিংহ থেকে চট্টগ্রাম রুটে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষ অনুরোধ করছি। একই সঙ্গে ময়মনসিংহের সিটি মেয়র মো. ইকরামুল হক টিটুসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ট্রেনের স্টার্টিং পয়েন্ট পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধীতা করছেন।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম বলেন, ময়মনসিংহ থেকে একটি মাত্র আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি অনেক ধৈর্যের ফসল ছিল। সেটি কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। আমরা চাই সরকার এমন সিদ্ধান্ত থেকে সরে আসুন। তা না হলেও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তবে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিবহন বিভাগের পরিদর্শক মো. শাহীনুল ইসলাম বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো চিঠি আমরা পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X