রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

৬০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেবেন পাটমন্ত্রী ও রংধনু গ্রুপের চেয়ারম্যান

রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

ঢাকায় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহৎ শিল্পীগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম।

এ সময় আলহাজ রফিকুল ইসলাম বলেন, ৪ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। আর সেই সমাবেশ সফল করার জন্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও আমার পক্ষ থেকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার কর্মী নিয়ে সমাবেশে উপস্থিত হবো। তাই সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে বালু নদী ব্রিজ এলাকায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। সেখান থেকে সকালে খাওয়া-দাওয়া শেষে বাসে করে একযোগে আমরা সমাবেশে যোগ দেব।

আলহাজ রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়ে দেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আবারও অগ্নিসন্ত্রাস করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সাধারণ মানুষের ক্ষতি করছে। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করব। বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেন- সে নির্দেশনা অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং মাঠে থাকব। আগামী সংসদ নির্বাচনে রূপগঞ্জ থেকে নৌকার বিজয় এনে প্রধানমন্ত্রীকে উপহার দেব। আবারও সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে। পুনরায় প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা।

আলহাজ রফিকুল ইসলাম আরও বলেন, গত ৩০ অক্টোবর জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন-মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হাজার হাজার মুসল্লি ও নেতাকর্মী নিয়ে অভ্যর্থনা জানিয়েছি এবং ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ছিল, সেখানেও আমি ৩০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করেছি। আর ৪ নভেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন। সেখানে তো আরও বেশি লোকের সমাগম ঘটাব।

এ সময় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, আমরা শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাব। আজকের বিএনপি-জামায়াত যেভাবে আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে তাতে এ দেশের সাধারণ মানুষ দিন দিন ক্ষিপ্ত হচ্ছে। আর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এসব আগুনসন্ত্রাস প্রতিরোধ করব। আমরা রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে রাজপথে থাকব। নৌকাকে বিজয়ী করে আবারও আমরা ঘরে ফিরব।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, আলহাজ শফিকুল ইসলাম, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রথম দেখাতেই মানুষ চিনে নিন ৫ মনোবিজ্ঞানভিত্তিক ট্রিকসে

পাচার অর্থ ফেরাতে / ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করতে নির্দেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আয়োজনে বক্তারা / জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

১০

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

১১

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

১২

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

১৩

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

১৪

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

১৫

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৭

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

১৮

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

১৯

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

২০
X