চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৩-২৪ চলতি রোপণ মৌসুমের আখ রোপণের উদ্বোধন করেছেন বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম। শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কেরু এন্ড কোম্পানির মিলগেট পূর্ব সাবজনের ৫ নম্বর ইউনিটের আওতায় উপজেলার উথলী এলাকায় আখ রোপণের উদ্বোধন করেন তিনি।
এসময় আখ চাষিদের উদ্দেশে শেখ শোয়েবুল আলম বলেন, ‘আখের মূল্য বৃদ্ধিতে অন্যান্য ফসল ছাড়া আখ চাষ এখন অনেক লাভজনক। কেরু এ্যান্ড কোম্পানি আখ চাষে আপনাদের সকল সহযোগিতা করে আসছে। ইক্ষু গবেষণায় কিছু উন্নত জাতের উদ্ভাবন করা হয়েছে, যেগুলোর রোগবালাই কম এবং ফলন অনেক বেশি। আপনারা বেশি করে আখ চাষ করে নিজেরা স্বাবলম্বী হোন এবং কেরু এ্যান্ড কোম্পানির ঐতিহ্য ধরে রাখুন।’
দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির আয়োজনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, আশরাফুল আলম (জিএম কৃষি), মাহবুবুর রহমান (ডিজিএম কৃষি), ৫ নম্বর ইউনিটের সিডিএ সাকী মাহমুদ প্রমুখ।
পাঁচ নম্বর ইউনিটের সিডিএ বলেন, আমার ইউনিটে এখন ৬০ একর জমিতে গাছ আখ রয়েছে। আখ চাষে এখন চাষিদের মাঝে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী মৌসুমে ১৫০ একর জমিতে আখ চাষের সম্ভাবনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আখ চাষি শওকত আলী, আব্দুর রাজ্জাক, আবজালুর রহমান ধীরু, ছমির হোসেন, কাওসার হোসেন, হাবিবুর রহমান, বারী, শামীম আল হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন