আরিফিন তুষার, বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালের বাজার ইলিশে সয়লাব, জানুন দরদাম

বরিশালের বাজারে ইলিশ। ছবি : কালবেলা
বরিশালের বাজারে ইলিশ। ছবি : কালবেলা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। বরিশাল মাছের আড়তগুলোতে প্রচুর ইলিশের দেখা মিলেছে। তবে এসব ইলিশের মধ্যে আগে ধরা ইলিশ বিক্রি করার অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। আর নিষেধাজ্ঞার আগে ও পরে মাছের দরে তেমন কোনো ব্যবধানও দেখছেন না ক্রেতারা।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকে বরিশাল নগরীর পোর্ট রোডের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ নিয়ে নৌকা ভিড়তে শুরু করে। এর পরেই শুরু হয় বেচাকেনা। এ সময় দেখা যায়, ইলিশের পাশাপাশি পাঙাশ আর পোয়া মাছও উঠছে। এদিন জেলে, পাইকার, খুচরা ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড় ছিল বাজারে।

পোর্ট রোডের পাইকারি বাজারে ইলিশ বিক্রি করতে আসা হিজলা উপজেলার জেলে মো. ইদ্রিস বলেন, ‘নদীতে কুয়াশা থাকায় প্রচুর পরিমাণে পাঙাশ আর পোয়া মাছ ধরা পড়ছে। এর কারণে গত রাতে আমার জালে সব মাছের মধ্যে দুই ভাগই পাঙাশ আর পোয়া।’ এ সময় আগমাী কয়েক দিনের মধ্যে স্থানীয় নদীগুলোতে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে জানান তিনি।

মেহেন্দিগঞ্জ উপজেলার জেলে ইব্রাহিম বলেন, বিগত সময়ের চেয়ে নদীতে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞা শেষে কয়েকজন জেলে মিলে মাছ শিকার করেছি। ভালো দর পাওয়ার জন্য তা নিয়ে পোর্ট রোডে এসেছি। বাজারে ইলিশের আমদানি বেশি থাকলেও তাজা মাছ হওয়ায় আশা করি দর ভালো পাব।

পোর্ট রোডের ইয়াসিন আরাফাত ফিস মৎস্য আড়তের মো. রুবেল বলেন, ‘বিগত সময়ের তুলনায় এবার নদী সাগরে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। আজ ঘাটে প্রচুর ইলিশ আসছে। বাজারে নিষেধাজ্ঞার সময়ে যে দাম ছিল সেই তুলনায় আজকে কিছুটা কমেছে। আজ ১ কেজি সাইজের ইলিশের কেজি প্রতি দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা, যা আগে বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। আজকে দেড় কেজি সাইজের প্রতি কেজি বিক্রি হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা করে। এ ছাড়া জাটকা সাইজের ইলিশ ৪৫০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে।’

মো. রুবেল আরও বলেন, ‘আজাকে ইলিশের চেয়ে বাজারে পোমা আর পাঙাশ বেশি উঠেছে। হঠাৎ করে গরম কুয়াশা পড়ায় জেলেদের জালে ইলিশের তুলনায় প্রচুর পাঙাশ আর পোয়া মাছ ধরা পড়ছে। আজ প্রায় দুই থেকে তিন টন পোয়া মাছ ছিল ঘাটে। আর ইলিশের মধ্যে বেশি ধরা পড়ছে জাটকা এবং বোডলা।’ তবে গরম কুয়াশা কেটে গেলে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করেন এই ব্যবসায়ী।

এদিকে ক্রেতাদের মধ্যে অভিযোগ রয়েছে বাজারে নতুন ইলিশের মধ্যে মিলিয়ে পুরোনো ইলিশ বিক্রি করা হয়। আর এই ইলিশ মাছগুলোর গায়ে লাল দাগ দেখা যায়। এ ছাড়া পুরোনো ইলিশ নতুনের তুলনায় অনেক নরম হয়ে থাকে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

পোর্ট রোডে ইলিশ কিনতে আসা মো. শামিম বলেন, ‘বাজারে আজ প্রচুর ইলিশ এসেছে। তবে ইলিশের মধ্যে এক কেজির কম সাইজের ইলিশের পরিমাণ বেশি। আবার অনেক মাছের মধ্যে লাল আর নরমও আছে। এতে বোঝা যায় বাজারে নতুন ইলিশের সঙ্গে পুরোনো ইলিশও বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা এমন আচরণ করলে ক্রেতারা কই যাবে? এদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত।’

এদিকে পোর্ট রোড মৎস্য আড়তের ‘আল্লাহর দান ইলিশ ঘর’-এ গিয়ে পুরোনো ইলিশ পাওয়া যাবে কি না, জিজ্ঞাসা করলে আড়তের এক কর্মচারী পুরোনো ইলিশ বিক্রির বিষয়টি শিকার করেন।

নাম গোপন রাখার শর্তে পোর্ট রোড মৎস্য আড়তের এক ম্যানেজার বলেন, ‘বর্তমানে বাজারে পুরোনো ইলিশ আছে। কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে, তার ঘরে পুরোনো ইলিশ নেই। কিন্তু দুই এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আবার অনেক অসাধু ব্যবসায়ীরা নতুন ইলিশের সঙ্গে তিন ভাগের এক ভাগ পুরোনো ইলিশ বিক্রি করেন। তেমনি আজও এই বাজারে নতুন ইলিশের সঙ্গে মিলিয়ে পুরোনো ইলিশও বিক্রি হয়েছে।’

এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘মাত্র বাজারে ইলিশ আসা শুরু করেছে। এখন থেকে বাজারে ভরপুর ইলিশ পাওয়া যাবে। ফলে ক্রেতারাও কম দামে ইলিশ খেতে পারবে। আর বছরজুড়ে ইলিশের পেটে ডিম থাকা স্বাভাবিক। তাই ডিমওয়ালা ইলিশও বাজারে থাকবে। তবে প্রধান প্রজনন মৌসুমে বেশিরভাগ ইলিশ ডিম ছেড়েছে।’

এদিকে বাজারে পুরোনো ইলিশ পাওয়া যায়- এ বিষয়ে কোনো ব্যবস্থা বা অভিযান পরিচালনা করেছেন কি না, এ প্রশ্ন উত্তরে তিনি বলেন, ‘বাজারে পুরোনো ইলিশ থাকার কথা না। তবে পুরোনো ইলিশ থাকলে তা বরিশালের বাজারে উঠবে না। অন্যত্র চলে যাবে। এ বিষয়ে আমরা নজর রাখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২১

হার্টবিট শোনা কি চিন্তার কারণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও জাপার ৩ শতাধিক নেতাকর্মী

শিক্ষা সংস্কারে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের যুক্ত করার আহ্বান ইউনেস্কো প্রধানের

নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্র্যাক ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা 

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১০

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

১১

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

১২

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জ্বল আটক

১৩

প্রতীক পাওয়ার ২ দিন পর মাঠ ছাড়লেন প্রার্থী, হতাশ কর্মী-সমর্থক 

১৪

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৫

চট্টগ্রাম বন্দরে আয়ের ইতিহাস, সেবায় জট

১৬

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

১৭

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৮

জলবায়ু সংকট / আসছে মাথা ঘুরানো গরম, ভয়ংকর কিছু বাস্তবতা

১৯

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

২০
X