চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা শেষে ইলিশ বেচাকেনায় মুখর চাঁদপুর

চাঁদপুরের বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য রাখা ইলিশ। ছবি : কালবেলা
চাঁদপুরের বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য রাখা ইলিশ। ছবি : কালবেলা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ মাছঘাট পুরোদমে সরগরম হয়ে উঠেছে। শনিবার (৪ নভেম্বর) সকালে নিষেধাজ্ঞা শেষের এক দিন পর মৎস্য অবতরণ কেন্দ্রটিতে জেলে, আড়তদার ও ক্রেতাদের মধ্যে এ কর্মচাঞ্চল্য লক্ষ করা যায়।

দিনের আলোর শুরুর সঙ্গে সঙ্গেই ইলিশ বেচাকেনায় মুখর হয়ে উঠেছে চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রটি। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ ও হরতাল-অবরোধ না থাকায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ মাছঘাট পুরোদমে সরগরম হয়ে উঠেছে। শনিবার সকালে নিষেধাজ্ঞা শেষের এক দিন পর মৎস্য অবতরণ কেন্দ্রটিতে জেলে, আড়তদার ও ক্রেতাদের মধ্যে এ কর্মচাঞ্চল্য লক্ষ করা যায়।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের এবারও সফল সমাপ্তি হয়েছে। এই অভিযানে নৌপুলিশ ৪৮ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল উদ্ধার, ৯ হাজার ৩৮৭ কেজি ইলিশ মাছ উদ্ধার, ৫৩০টি নৌকা আটক, তিনটি ট্রলার আটক, ২১১টি মামলায় ১ হাজার ৪৮৯ গ্রেপ্তারকৃত আসামি ধরেছে। এ ছাড়া ৬২টি মোবাইল কোর্টে ৯৭ জনকে ২ লাখ ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা এবং ৪২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের আওতায় আনে।

বড়স্টেশনের ব্যবসায়ী আ. খালেক বেপারি বলেন, এবার অভিযান সফল হওয়ায় স্টকে মাছ রাখার সুযোগ পায়নি কেউ। তবে এখনো অনেক ইলিশের পেটে ডিম রয়ে গেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ এক হাজার থেকে ১১০০ টাকা। আর দুই কেজি ওজনের ইলিশ ২ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। তবে পদ্মা-মেঘনার ইলিশ কেজিতে সবসময়ই ২০০ থেকে ৩০০ টাকা বাড়া-কমার মধ্যে দরদাম হয়।

এদিন জেলেদের আহরিত ইলিশ ও বিভিন্ন মাছবোঝাই করা নৌকা ও ট্রলার ভোর থেকেই মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে থাকে, যা পরে আড়তদার ও ব্যবসায়ীরা স্তূপ করে সাজাচ্ছেন। পাইকারি ডাক উঠানোর পর খুচরা ও পাইকারি ক্রেতারা এসব ইলিশ কিনছেন।

তৌহিদুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, এত টাকা-পয়সা খরচ করে অভিযান চালানোর পরও ইলিশের দাম কমছে না। গতকালও দাম যা ছিল, এখনো তাই। অভিযানের আগেও একই অবস্থা ছিল। অভিযানের আগের চেয়ে এখন প্রতি কেজিতেই পদ্মার ইলিশের দাম দু-তিনশ করে বেড়েছে। এগুলো মনিটরিং জরুরি।

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি শবেবরাত সরকার বলেন, অভিযান শেষের পর থেকে দুদিন ঘাটের বিভিন্ন আড়তে ৫ থেকে ৬ মণ ইলিশের আমদানি হচ্ছে। যার অধিকাংশ ছোট মাছ। তবে পদ্মার ইলিশের চাইতে নামার ইলিশই বেশি আসছে। তাই পদ্মা থেকে পাওয়া বড় আকারের ইলিশগুলোর দাম আগের তুলনায় কেজিতে দেড়-দুইশ টাকা বেড়েছে। তবে কয়েকদিন পর নদীতে ইলিশের বিচরণ বাড়লে দাম কমবে বলে আশা রাখি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১০

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১১

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১২

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৩

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৪

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৫

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৬

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৭

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৮

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৯

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

২০
X