২২ দিনের নিষেধাজ্ঞা শেষে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ মাছঘাট পুরোদমে সরগরম হয়ে উঠেছে। শনিবার (৪ নভেম্বর) সকালে নিষেধাজ্ঞা শেষের এক দিন পর মৎস্য অবতরণ কেন্দ্রটিতে জেলে, আড়তদার ও ক্রেতাদের মধ্যে এ কর্মচাঞ্চল্য লক্ষ করা যায়।
দিনের আলোর শুরুর সঙ্গে সঙ্গেই ইলিশ বেচাকেনায় মুখর হয়ে উঠেছে চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রটি। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ ও হরতাল-অবরোধ না থাকায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ মাছঘাট পুরোদমে সরগরম হয়ে উঠেছে। শনিবার সকালে নিষেধাজ্ঞা শেষের এক দিন পর মৎস্য অবতরণ কেন্দ্রটিতে জেলে, আড়তদার ও ক্রেতাদের মধ্যে এ কর্মচাঞ্চল্য লক্ষ করা যায়।
চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের এবারও সফল সমাপ্তি হয়েছে। এই অভিযানে নৌপুলিশ ৪৮ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল উদ্ধার, ৯ হাজার ৩৮৭ কেজি ইলিশ মাছ উদ্ধার, ৫৩০টি নৌকা আটক, তিনটি ট্রলার আটক, ২১১টি মামলায় ১ হাজার ৪৮৯ গ্রেপ্তারকৃত আসামি ধরেছে। এ ছাড়া ৬২টি মোবাইল কোর্টে ৯৭ জনকে ২ লাখ ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা এবং ৪২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের আওতায় আনে।
বড়স্টেশনের ব্যবসায়ী আ. খালেক বেপারি বলেন, এবার অভিযান সফল হওয়ায় স্টকে মাছ রাখার সুযোগ পায়নি কেউ। তবে এখনো অনেক ইলিশের পেটে ডিম রয়ে গেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ এক হাজার থেকে ১১০০ টাকা। আর দুই কেজি ওজনের ইলিশ ২ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। তবে পদ্মা-মেঘনার ইলিশ কেজিতে সবসময়ই ২০০ থেকে ৩০০ টাকা বাড়া-কমার মধ্যে দরদাম হয়।
এদিন জেলেদের আহরিত ইলিশ ও বিভিন্ন মাছবোঝাই করা নৌকা ও ট্রলার ভোর থেকেই মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে থাকে, যা পরে আড়তদার ও ব্যবসায়ীরা স্তূপ করে সাজাচ্ছেন। পাইকারি ডাক উঠানোর পর খুচরা ও পাইকারি ক্রেতারা এসব ইলিশ কিনছেন।
তৌহিদুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, এত টাকা-পয়সা খরচ করে অভিযান চালানোর পরও ইলিশের দাম কমছে না। গতকালও দাম যা ছিল, এখনো তাই। অভিযানের আগেও একই অবস্থা ছিল। অভিযানের আগের চেয়ে এখন প্রতি কেজিতেই পদ্মার ইলিশের দাম দু-তিনশ করে বেড়েছে। এগুলো মনিটরিং জরুরি।
এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি শবেবরাত সরকার বলেন, অভিযান শেষের পর থেকে দুদিন ঘাটের বিভিন্ন আড়তে ৫ থেকে ৬ মণ ইলিশের আমদানি হচ্ছে। যার অধিকাংশ ছোট মাছ। তবে পদ্মার ইলিশের চাইতে নামার ইলিশই বেশি আসছে। তাই পদ্মা থেকে পাওয়া বড় আকারের ইলিশগুলোর দাম আগের তুলনায় কেজিতে দেড়-দুইশ টাকা বেড়েছে। তবে কয়েকদিন পর নদীতে ইলিশের বিচরণ বাড়লে দাম কমবে বলে আশা রাখি।
মন্তব্য করুন