গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধে গৌরীপুরে গাড়িচালকদের মিষ্টিমুখ

চালকদের মিষ্টিমুখ ও নাশতা করাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ছবি : কালবেলা
চালকদের মিষ্টিমুখ ও নাশতা করাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবরোধে ময়মনসিংহের গৌরীপুরে সড়ক ও মহাসড়কে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের মিষ্টিমুখ ও নাশতা করিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে রোববার (৫ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর ও কলতাপাড়া বাসস্ট্যান্ড এলাকা ঘুরে শতাধিক গাড়িচালককে মিষ্টিমুখ করান আওয়ামী লীগের এই নেত্রী। একই সঙ্গে তিনি চালকদের অবরোধ উপক্ষো করে গাড়ি চালানোর আহ্বান জানান। পাশাপাশি আশ্বাস দেন- গাড়িচালকদের নিরাপত্তায় আওয়ামী লীগও মাঠে রয়েছে।

জানা গেছে, বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেয়। দুপুরে মহাসড়কের রামগোপালপুর এলাকায় অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। পরে মহাসড়কের রামগোপালপুর ও কলতাবাজার বাস্টস্ট্যান্ড ঘুরে রিকশা, ইজিবাইক, মাহেন্দ্র ও বাসচালকদের সাথে কথা বলে হরতাল-অবরোধে তাদের দুঃখ-দুর্দশার সার্বিক খোঁজ-খবর নেন আওয়ামী লীগ নেত্রী পপি। এ সময় তিনি অবরোধ উপেক্ষা করে গাড়ি নিয়ে বের হওয়ায় চালকদের মিষ্টিমুখ করান। এ ছাড়াও চালকদের নাশতা ও পানির বোতল দেওয়া হয় তার পক্ষ থেকে।

অটোরিকশাচালক ফরহাদ মিয়া বলেন, অবরোধে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগ নেত্রী পপি আপা কলতাপাড়া বাজারে এসে আমাদের খোঁজ-খবর নিয়েছেন, মিষ্টিমুখ করানোর পাশাপাশি নাশতা ও পানির বোতল দিয়েছেন। আমরা এতে খুশি এবং গাড়ি নিয়ে বের হতে সাহস পাচ্ছি।

ডৌহাখলা ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম বলেন, অবরোধের যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দলীয় কর্মীরাও মাঠে রয়েছে। এ ছাড়াও পপি আপা অবরোধে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের মিষ্টিমুখ ও নাশতা করিয়েছেন। এতে করে চালকদের মধ্যে উৎসাহ বেড়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, বিএনপির যারা অবরোধ ডেকেছে তাদের কোথাও খুঁজে পাইনি। যাদের পেয়েছি তারা আমাদের শ্রমিক ও চালক ভাই। যাদের কারণে কলকারখানা চলছে, গাড়ির চাকা ঘুরছে। অবরোধের কারণে তাদের ও পরিবারে কি দুঃখ-দুর্দশা চলছে সেটার খোঁজ নিয়েছি। চালকদের মিষ্টিমুখ ও নাশতা করে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করেছি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে জামায়াত-বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা হরতাল-অবরোধের নামে দেশে জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমরা তাদের প্রতিহত করতে মাঠে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১০

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১২

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৩

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৪

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৫

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৬

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৭

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৮

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৯

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

২০
X