গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধে গৌরীপুরে গাড়িচালকদের মিষ্টিমুখ

চালকদের মিষ্টিমুখ ও নাশতা করাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ছবি : কালবেলা
চালকদের মিষ্টিমুখ ও নাশতা করাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবরোধে ময়মনসিংহের গৌরীপুরে সড়ক ও মহাসড়কে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের মিষ্টিমুখ ও নাশতা করিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে রোববার (৫ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর ও কলতাপাড়া বাসস্ট্যান্ড এলাকা ঘুরে শতাধিক গাড়িচালককে মিষ্টিমুখ করান আওয়ামী লীগের এই নেত্রী। একই সঙ্গে তিনি চালকদের অবরোধ উপক্ষো করে গাড়ি চালানোর আহ্বান জানান। পাশাপাশি আশ্বাস দেন- গাড়িচালকদের নিরাপত্তায় আওয়ামী লীগও মাঠে রয়েছে।

জানা গেছে, বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেয়। দুপুরে মহাসড়কের রামগোপালপুর এলাকায় অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। পরে মহাসড়কের রামগোপালপুর ও কলতাবাজার বাস্টস্ট্যান্ড ঘুরে রিকশা, ইজিবাইক, মাহেন্দ্র ও বাসচালকদের সাথে কথা বলে হরতাল-অবরোধে তাদের দুঃখ-দুর্দশার সার্বিক খোঁজ-খবর নেন আওয়ামী লীগ নেত্রী পপি। এ সময় তিনি অবরোধ উপেক্ষা করে গাড়ি নিয়ে বের হওয়ায় চালকদের মিষ্টিমুখ করান। এ ছাড়াও চালকদের নাশতা ও পানির বোতল দেওয়া হয় তার পক্ষ থেকে।

অটোরিকশাচালক ফরহাদ মিয়া বলেন, অবরোধে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগ নেত্রী পপি আপা কলতাপাড়া বাজারে এসে আমাদের খোঁজ-খবর নিয়েছেন, মিষ্টিমুখ করানোর পাশাপাশি নাশতা ও পানির বোতল দিয়েছেন। আমরা এতে খুশি এবং গাড়ি নিয়ে বের হতে সাহস পাচ্ছি।

ডৌহাখলা ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম বলেন, অবরোধের যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দলীয় কর্মীরাও মাঠে রয়েছে। এ ছাড়াও পপি আপা অবরোধে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের মিষ্টিমুখ ও নাশতা করিয়েছেন। এতে করে চালকদের মধ্যে উৎসাহ বেড়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, বিএনপির যারা অবরোধ ডেকেছে তাদের কোথাও খুঁজে পাইনি। যাদের পেয়েছি তারা আমাদের শ্রমিক ও চালক ভাই। যাদের কারণে কলকারখানা চলছে, গাড়ির চাকা ঘুরছে। অবরোধের কারণে তাদের ও পরিবারে কি দুঃখ-দুর্দশা চলছে সেটার খোঁজ নিয়েছি। চালকদের মিষ্টিমুখ ও নাশতা করে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করেছি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে জামায়াত-বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা হরতাল-অবরোধের নামে দেশে জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমরা তাদের প্রতিহত করতে মাঠে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শুরুর সময়

‘ডিবির তাড়া খেয়ে’ নদীতে ঝাঁপ দিয়ে বালু ব্যবসায়ীর মৃত্যু

লন্ডন থেকে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে : ১২ দলীয় জোট

শিশুকে ‘ধর্ষণের পর হত্যা’ সেপটিক ট্যাঙ্কে মিলল মরদেহ

দুই দফা দাবিতে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর 

সাতক্ষীরায় যুবদল নেতা বহিষ্কার

শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা উত্তর সিটি

চট্টগ্রামে হোমিওপ্যাথিক বিএইচএমএস কোর্স চালু করবে চসিক

২০০ রানের ওপরে দলকে নিয়ে যেতে চান লিটন

১০

ইরানের ওপর ফের ৩ দেশের নিষেধাজ্ঞার ঘোষণা

১১

উপসচিব পদে ২৬২ কর্মকর্তাকে পদোন্নতি

১২

গেন্ডারিয়ায় শতবর্ষী পুকুর উদ্ধারে রাজউকের অভিযান

১৩

জুলাই জাতীয় সনদ / আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবারও বসবে ঐকমত্য কমিশন

১৪

ইস্ট অ্যাংলিয়া প্রতিনিধি দলের সঙ্গে ইউজিসি’র বৈঠক

১৫

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের প্রতিক্রিয়া জানাল জামায়াতে ইসলামী

১৬

প্রতিষ্ঠানে অবস্থানকালীন শিক্ষক-শিক্ষিকাদের প্রতি নির্দেশনা

১৭

তারকা অলরাউন্ডারকে নিয়েই এশিয়া কাপের জন্য লঙ্কানদের দল ঘোষণা

১৮

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে 

১৯

তিন যুবকের কোমরে মিলল আট কোটি টাকার স্বর্ণ

২০
X