রাজশাহী রেলস্টেশনের প্রধান ফটকের সামনে থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (০৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ কমান্ডেন্ট (পশ্চিমাঞ্চল) মো. আসাবুল হক বলেন, রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনে দায়িত্বরত আরএনবি সদস্য ও যাত্রীরা স্টেশনের প্রধান ফটকে বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পায়। পরে সেখানকার দায়িত্বরত আরএনবি সদস্যরা বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে যাই। এরপর ঘটনাস্থলে বোয়ালিয়া মডেল থানা পুলিশও আসে। সঙ্গে সঙ্গে বোমাসদৃশ ওই বস্তু দুটি ঘিরে রাখে আইনশৃঙ্ক্ষলা বাহিনী। রাত সোয়া ১০টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসে। তারা ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
আরএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, আরএমপি’র নিজস্ব বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গেছে। সেখানে তারা ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা এগুলো রেখে গেছেন তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হরতাল-অবরোধের সমর্থকদের কেউ এগুলো ভীতি সৃষ্টির উদ্দেশ্যে রেখে যেতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য করুন