২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন নৌকায় ভোট দিলে কৃষকদের সারের পিছনে দৌড়াতে হবে না। আওয়ামী লীগ বিগত ১৫ বছরে সেই কথা রেখেছে। এখন সারের পিছনে আপনাদের দৌড়াতে হয় না, সার আপনাদের পিছনে দৌড়ায় বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খাঁন।
রোববার (৫ নভেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও মসুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষি নির্ভর বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক, কৃষাণীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগে সারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এমনকি সারের জন্য লাইনে দাঁড়িয়ে পুলিশের গুলিতে কৃষক মারাও গিয়েছেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের ডেকে এনে অনুষ্ঠান করে বিনামূল্যে সার, বীজ, প্রণোদনাসহ ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ কৃষকের হাতে তুলে দিচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম, আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মঈজ। উদ্বোধনী দিনে ৮০০ কৃষক কৃষাণীর মধ্যে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার মোট ১ হাজার ৭৫ জন কৃষক কৃষাণীর মধ্যে এই বীজ, সার ও প্রণোদনা প্রদান করা হবে।
মন্তব্য করুন