বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৫ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ র্যাব-১২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম ও বিএনপির কর্মী কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের সুলতান হোসেন মিঞার ছেলে ফরিদুল ইসলাম মিঞা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি–জামায়াতের ডাকে সারা দেশে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল এবং ৩১ অক্টোবর থেকে ৭২ ঘণ্টার অবরোধ চলাকালে বিএনপি নেতা শামসুল ইসলামসহ অন্য আসামিরা রায়গঞ্জ ও কামারখন্দ হাইওয়ে অবস্থান নেয়। তারা আত্মঘাতী কাজের উদ্দেশ্যে হরতালের সমর্থনে মিছিল, পিকেটিংসহ হাতে পেট্রলবোমা, ককটেল, লাঠিসোঁটা, লোহার রড ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
মন্তব্য করুন