তারেক জিয়া যে স্বপ্ন দেখেছিল তা ব্যর্থ হয়ে গেছে, এ দেশের মানুষ তা ব্যর্থ করে দিয়েছে। অতি শিগগিরই আমার প্রিয় দল জাতীয় পার্টি জোটের মাধ্যমেই নির্বাচনে যাবে। সংবিধানের আলোকেই যথাসময়ে গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সরকার গঠন করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে শান্তি মিছিল শেষে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সোনারগাঁয়েরে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে আমরা সোচ্চার এবং মাঠে আছি। সার্বক্ষণিক আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমাদের এ সোনারগাঁয়ের মাটিতে হতে দেব না।’
শান্তি মিছিলে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক জাবেদ রায়হান জয়, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, উপজেলা জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব নাছিমা আক্তার পলি, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির, মান্নান মেম্বার প্রমুখ।
মন্তব্য করুন