নাশকতার অভিযোগে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাজীপুর মহানগর শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়। সোমবার রাতে শিবির নেতাদের গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান ও আশরাফুল আলম।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন কালবেলাকে বলেন, নাশকতার অভিযোগে সুনির্দিষ্ট মামলায় তিন শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাজপথ ও রেলপথে অবরোধ সৃষ্টি করে বিশৃঙ্খলা করে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে।
মন্তব্য করুন