বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই বলে অভিযোগ করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ। শুক্রবার (১০ নভেম্বর) গণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। উপজেলা জাতীয় পার্টির শিমলা বাজার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘আজ বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই। নেই কোনো জানমালের নিরাপত্তা। বাকস্বাধীনতাকে হরণ করা হয়েছে। গণতন্ত্রকে করা হয়েছে হত্যা।’
বিএনপি ও আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে বিএনপি ও আওয়ামী লীগের অগণতান্ত্রিক রাজনীতি পরিহার করে এরশাদের সৃষ্ট প্রকৃত গণতন্ত্রকে চর্চা করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কালাম আজাদ। এতে সহসভাপতি ডা. আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন