ময়মনসিংহের গফরগাঁওয়ে বিস্ফোরক মামলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুজন মিয়া (৩৯), রাওনা ইউনিয়ন যুবদলের সদস্য আমিনুল ইসলাম ওরফে বাবু (৩২), চর আলগী ইউনিয়ন যুবদলের সদস্য ইসমাইল ফরাজি ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফ (২৯)।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘আাসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা রয়েছে। রোববার (১২ নভেম্বর) আাসামিদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।’
মন্তব্য করুন