বিএনপির জনগণের ওপর আস্থা নাই জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমি বিএনপির উদ্দেশে বলতে চাই, জনগণের ওপর যদি আস্থা থাকে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করুন।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর তিন রাস্তার মোড়ে হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অব্যাহত অবরোধ, নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির ভরসা বিদেশি শক্তির ওপর, অপরদিকে আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন হবে এবং এবারের নির্বাচন আগের যে কোনো নির্বাচনের থেকে বেশি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে।
বক্তব্য শেষে হাজার হাজার কর্মী সমর্থকসহ হরতাল ও অবরোধবিরোধী শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা নিয়ে হযরতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি।
হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও মেহেদী হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শান্তি ও উন্নয়ন সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবসহ কেরানীগঞ্জ মডেল থানার আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
মন্তব্য করুন