কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম নামে এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম নোয়াখালী জেলার সেনবাগ থানার খালাসি বাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, উপজেলার জগন্নাথদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ভূঁইয়া ফিলিং স্টেশন সামনে দাঁড়ানো থাকা বিআরটিসি ট্রাকের (ঢাঃ-মেঃ ট-২২-৮১০৩) পেছনে চট্টগ্রামমুখী পিকআপ (ঢাঃ-মেঃ ন- ১৮-৫২৩২) সজোরে ধাক্কা দেয়। এতে ড্রাইভার আবদুর রহিম (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেন্সি ডাক্তার মিনার জানান, গুরুতর আহত পিকআপ ড্রাইভার আব্দুর রহিমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মন্তব্য করুন