দিনাজপুরের খানসামায় ফার্মেসি ট্রেড লাইসেন্স না থাকায় এবং রাস্তা দখল করে সার ও কীটনাশকের দোকানে ডিজেলের ড্রাম রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দোকান মালিককে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজউদ্দিন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চেহেলগাজী বাজারে অভিযান পরিচালনা করে মেসার্স মা ফার্মেসি ওষুধের দোকানে ৫ হাজার ও মেসার্স মতিউর অ্যান্ড আমির ট্রেডার্স সার ও কীটনাশকের দোকানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজউদ্দিন বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন