ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ।
আজ রোববার (২৫ জুন) বিকেল ৫টায় কয়লাবাহী জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১ নম্বরে অ্যাংকারেজ করে। সন্ধ্যা ৬টা থেকে ওই জাহাজ থেকে কয়লা খালাস শুরু হওয়ার কথা রয়েছে। এরপর লাইটারযোগে খালাস করা কয়লাগুলো নেওয়া হবে। এর আগে গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছাড়ে জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডর খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চায়না পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।
মন্তব্য করুন