উত্তরের সীমান্তবর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবারও আলুর ভালো ফলন ও বেশি দামের আশায় বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের প্রান্তিক কৃষকরা। তবে আলু চাষে খরচ দ্বিগুণ হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকের কাছে আলু এখন প্রধান অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। তবে কৃষকেরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর আলু চাষে কৃষকের খরচ বেড়েছে দ্বিগুণ।
ঢাকারপাড়া গ্রামের কৃষক তরিকুল বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া শ্রমিকের মজুরি বেড়েছে। গত বছরের ৫০ শতক জমিতে আলুর খরচ হয়েছে ৩০-৪০ হাজার টাকা। সেটা বেড়ে এ বছর দাঁড়িয়েছে ৪০-৫০ হাজার টাকা। সব মিলিয়ে কৃষকের খরচ গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে।’
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘উপজেলার ৮টি ইউনিয়ের বিভিন্ন মাঠে এ বছর প্রায় ২৫০০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হচ্ছে। অধিক দামের আশায় কৃষকরা আগাম জাতের আলু আবাদে নেমে পড়েছেন। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসেই এ আলু বাজারে পাওয়া যাবে।’
মন্তব্য করুন