ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সোমনাথ সাহা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৭ নভেম্বর) এশার নামাজের পর পৌর শহরের ধানমহালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সোমনাথ সাহার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ বিষয়ে নেতাকর্মীরা মতামত দেন। সে সঙ্গে সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সুস্থতা, আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করা এবং সোমনাথ সাহার সফলতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক আব্দুল মুন্নাফ।
মনোনয়নপ্রত্যাশী সোমনাথ সাহা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় নেতাকর্মীদের যে কোনো প্রয়োজনে সব সময় আমি পাশে থাকার চেষ্টা করি। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের মতামত নিয়েই প্রার্থী হয়েছি। মনোয়ন পেলে রেকর্ড পরিমাণ ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগকে এই আসনটি উপহার দেব।’
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার, আনোয়ার হোসেন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য দেন।
মন্তব্য করুন