কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১১:০৩ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের ‘গোলকধাম মন্দির’ স্থাপত্যের একটি অনন্য নিদর্শন

পঞ্চগড়ের গোলকধাম মন্দির
পঞ্চগড়ের গোলকধাম মন্দির

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। প্রাচীন জনপদের এই জেলাটিতে হেমন্ত ও শীতকাল খুব ভালোভাবে উপভোগ করা যায়। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য পর্যটককে আকৃষ্ট করে। দর্শনীয় হিসেবে বাড়তি পাওয়া যায় চা বাগান। এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র রকস মিউজিয়াম। এ ছাড়া জেলাটিতে আছে অনেক দর্শনীয় স্থান। তেমনই একটি স্থান হচ্ছে ‘গোলকধাম মন্দির’।

সবুজ গালিচার বুক চিরে দর্শনার্থীরা চলে যেতে পারেন সেই গোলকধাম মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে।

গোলকধাম মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি প্রাচীন মন্দির। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা। মন্দিরটি উপজেলার শালডাংগা ইউনিয়নের শালডাংগা গ্রামে অবস্থিত।

গোলকধাম মন্দিরের নির্মাণ :

ঊনবিংশ শতাব্দীতে নির্মিত গোলকধাম মন্দিরটি অবিভক্ত ভারতবর্ষের মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ব্রিটিশ শাসনামলে ১৮৪৬ সালে নির্মিত এই মন্দিরের শিলালিপি থেকে জানা যায়, এটি মূলত একটি স্মৃতি মন্দির। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে মন্দিরটি নির্মাণ করা হয়। এটি অষ্টাদশ শতকের স্থাপত্যশিল্পের চমৎকার একটি নিদর্শন। গ্রিক স্থাপত্যশৈলীর অনুকরণে এটি নির্মাণ করা হয়।

গোলকধাম মন্দিরের নামকরণ :

সুদৃশ্য মন্দিরটি মূলত গোলককৃষ্ণ গোস্বামীর স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয়। ফলে তার নামেই মন্দিরটির নামকরণ করা হয়।

গোলকধাম মন্দিরের বৈশিষ্ট্য :

গোলকধাম মন্দিরটি একটি প্রাচীন উঁচু প্ল্যাটফর্মের ওপর স্থাপিত ছয় কোনাকার মন্দির। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে ছয়টি গেট। প্রতিটি প্রবেশদ্বারের উভয় পাশে রয়েছে পিলার। এর প্রতিটির নিচে গোলাকার ও উপরের ভাগ ফুলের নকশায় সুশোভিত। এর ভেতরে একটি কক্ষ রয়েছে। আর মন্দিরের চতুর্দিক গাছপালা দিয়ে ঘেরা। মন্দিরটির মূল প্রবেশদ্বারে রয়েছে সুদীর্ঘ সিঁড়ি। এর দুপাশে রয়েছে দুটি তুলসী মঞ্চ। তবে বহু দিন রক্ষণাবেক্ষণের অভাবে একটি তুলসী মঞ্চ ভেঙে গেছে। অপরটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

এ ছাড়া মন্দিরের সামনে রয়েছে একটি কুয়া। তবে বর্তমানে সেই কুয়াটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জানা গেছে, তৎকালীন সময় মন্দিরটিতে পূজা-অর্চনায় পানি সরবরাহের জন্য এই মন্দির নির্মাণ করার সময় এই কুয়া নির্মাণ করা হয়েছিল।

ইট, সুরকি, চুন, পাথর ও কাঠের সমন্বয়ে অনন্য গ্রিক স্থাপত্যকলায় নির্মিত এই মন্দিরটি পঞ্চগড় জেলার অনন্য নিদর্শন।

এদিকে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে উত্তরবঙ্গের প্রাণের নদী করতোয়া।

গোলকধাম মন্দিরে যেভাবে যাবেন :

রাজধানী থেকে সড়কপথে পঞ্চগড়ে যেতে পারেন। পঞ্চগড় থেকে যেতে পারেন দেবীগঞ্জ উপজেলায়। উপজেলা থেকে যাবেন শালডাংগা ইউনিয়নের শালডাংগা গ্রামে।

আরামদায়ক ভ্রমণের জন্য রেলপথেও যেতে পারেন। তবে এর জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেনে উঠতে হবে। দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসে চড়ে পঞ্চগড় যেতে পারবেন। আবার চাইলে বিমানপথেও যেতে পারেন। এর জন্য প্রথমে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যেতে হবে। এরপর বাসযোগে পঞ্চগড়। পঞ্চগড় থেকে দেবীগঞ্জ উপজেলায়।

থাকা-খাওয়া :

পঞ্চগড় শহরে রাত্রিযাপনের জন্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল মৌচাক, হোটেল রাজ নগর, হিলটন বোর্ডিং, রোকখানা বোর্ডিং, হোটেল প্রীতম, হোটেল এইচ কে প্যালেস ও হোটেল ইসলাম উল্লেখযোগ্য। পাশাপাশি প্রচলিত সব ধরনের খাবার পাওয়া যায়। খাবারের দামও তুলনামূলক কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১০

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১১

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১২

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৩

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৪

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৫

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৬

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৭

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৮

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৯

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

২০
X