বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক পোড়ানো মামলায় বগুড়ার শেরপুরে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে পেট্রল ঢেলে দুটি ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে খোকন (৩৭), একই ইউনিয়নের জোয়ানপুর উত্তরপাড়া গ্রামের জামায়াতের কর্মী শহিদুল ইসলাম (৪৫), খামারকান্দি ইউনিয়নের হাটখোলা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে খোকা (৪৫), বিশালপুর ইউনিয়নের পানিসারা নতুন পাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির কর্মী রেজাউল করিম (৪৩) এবং সীমাবাড়ি ইউনিয়নের সেনবামুনিয়া গ্রামের বাসিন্দা ও বিএনপির কর্মী আলী রেজওয়ান (৬০)।

শেরপুর থানার এসআই শাহাদত হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় আসামি হিসেবে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি রয়েছে। আসামিদের বেশিরভাগই বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মী।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার এসআই রামজীবন ভৌমিক বলেন, ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিরা স্থানীয়ভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ওই দুই ট্রাকের অন্তত চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, এ ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, দুই ট্রাকে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে তাদের দলের কেউ জড়িত নন। পুলিশ মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তাঁদের দ্রুত মুক্তির দাবি করেন এই নেতা।

উল্লেখ্য, সোমবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় দুর্বৃত্তরা ঢাকা ও সিলেটগামী পণ্যবাহী দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

১০

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

১১

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১২

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১৩

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১৪

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১৫

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৬

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৭

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৮

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৯

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

২০
X