চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালাল গ্রেপ্তারের এক দিন পর ফের শাহাদাত হোসেন সিফাত নামের আরও এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) দুপুরে চমেক হাসপাতালের বহির্বিভাগ থেকে সিফাতকে গ্রেপ্তার করা হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত সিফাত। হাসপাতালের বহির্বিভাগে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালকে দালালমুক্ত করতে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি। এর আগে দুই দিনের ব্যবধানে চমেক হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ। চলতি সপ্তাহে এ নিয়ে মোট ৪ দালালকে গ্রেপ্তার করা হলো। এদের মধ্যে সোমবার (২০ নভেম্বর) সকালে নাসরিনকে চমেকের বহির্বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে রশিদ ও রয়েল নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন