গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দুটি ককটেল ও পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় পেট্রলবোমা বিস্ফোরিত হলেও ককটেল দুটি অবিস্ফোরিত ছিল। এতে পুরো মাওনা চৌরাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল ও একটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে মহাসড়কের ওপর আগুন ধরে যায় এবং দুর্বৃত্তদের ছোড়া দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় মহাসড়কের ওপর পড়ে থাকে। এতে পুরো মাওনা চৌরাস্তায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে এবং কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে অবিস্ফোরিত ককটেল দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) কেএম সোহেল রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং যান চলাচল স্বাভাবিক আছে।
মন্তব্য করুন