কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৬:৪৮ এএম
অনলাইন সংস্করণ

৩৬ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর

গৃহহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
গৃহহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কুলাউড়ায় চতুর্থ পর্যায়ের নির্ধারিত প্রধানমন্ত্রীর উপহারের নতুন পাকা ঘর ৩৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় উপকারভোগীদের কাছে গৃহ হস্তান্তর করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। ওই সময় উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম. মছব্বির আলী, ডেইলি স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সদস্য মো. ইব্রাহিম আলীসহ অনেকে।

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’—মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় কুলাউড়ায় প্রথম ও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৪১৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ করা হয় একটি ঘর। গৃহহীনদের জন্য যা স্বপ্নের বাড়ি।

নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপকারভোগীরা বলেন, ‘শেখের বেটি (শেখ হাসিনা) কারণে আমরা নতুন ঘর পাচ্ছি। কখনো স্বপ্নেও ভাবিনি একটি পাকা ঘর পাবো। কিন্তু শেখের বেটির কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে। এখন মরার আগে কিছুদিন শান্তিতে বাঁচতে পারব।

‘প্রধানমন্ত্রীর মাধ্যমে আল্লাহ আমাদের মাথা গুজার ঠাঁই করে দিচ্ছেন। আমরা এখন আর কারো অবহেলার পাত্র নায়, আমরা এখন নিজেদের ঘরে খুবই সুখে-শান্তিতে বসবাস করছি। প্রশাসন আমাদের সবসময় খোঁজখবর রাখছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের নির্ধারিত উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর কৌলা (ঢুলিপাড়া) এলাকায় ৩৬টি, ফরিদপুর এলাকায় ২৬টি, হাজীপুরের পীরের বাজারে ৫টি, শরীফপুরের কালারায়ের চর এলাকায় ১৬টি ও কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্টিউলীতে ১৩টিসহ মোট ৯৬টি ঘর সরকারের খাস জমিতে তৈরি করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ১১০টি, দ্বিতীয় পর্যায়ে ১০০টি, তৃতীয় পর্যায়ে ১১৩টি ও চতুর্থ পর্যায়ে ৯৬টি ঘর বরাদ্দ করা হয়। এর মধ্যে চতুর্থ পর্যায়ের ৩৬টি ঘর হস্তান্তরের পর বাকি ঘরগুলো হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে যেসব ঘরে ভূমিহীনরা উঠেছেন তাদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জেলায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

আপনার মোবাইল দিয়েই করুন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন

১৯ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ২০ হাজার মানুষ

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোটি

লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ

গাজাগামী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

সাবের হোসেনের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করেন ৩ রাষ্ট্রদূত

১০

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল

১১

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

১২

আবরার হত্যার বিচার করলেই আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত : চরমোনাই পীর

১৩

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

১৪

ভৈরবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা খাতে উদ্ভাবন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন

১৫

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

১৬

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

১৭

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

১৮

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১৯

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

২০
X