নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের ইচ্ছা অবাধ সুষ্ঠু ,সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটাররা আসবে, ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আমরা যেন করতে পারি সেটাই আমাদের মূল কাজ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক র্কাযালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর ঠাকুরগাঁও, পঞ্জগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা রংপুর বিভাগের ৪টি জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট জেলার ২৮টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে বসেছি। মূলত উনারাই নির্বাচনী কাজগুলা করেন এবং করবেন। যেন এই কাজগুলা আমরা সমন্বয় করে সুন্দরভাবে করতে পারি সেই বিষয়ে বার্তা দেওয়ার জন্যই আমাদের এখানে আসা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো চাপের ওপর বিশ্বাসী না। আমরা আমাদের মতো করে যতটুকু করণীয় সংবিধান সম্মতভাবেই করব। যেভাবে নির্বাচন করা দরকার সে পথে হাঁটছি, কোন চাপ নেই।
অনুষ্ঠানে সিভিল প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন