খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ ওসি হলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। আইনশৃঙ্খলা সমুন্নত রাখাসহ অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
২১ নভেম্বর (মঙ্গলবার) সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত নভেম্বর ২৩ মাসিক কল্যাণ সভায় ওয়ারেন্ট তামিলে তাকে প্রথম স্থান অর্জনের ঘোষণা দেওয়া হয়। এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। পরে খুলনা বিভাগীয় পর্যালোচনায় বিশ্বজিৎ কুমার অধিকারী বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে বিবেচিত হন।
বিশ্বজিৎ কুমার অধিকারী পদোন্নতি হয়ে আশাশুনি থানার ওসি হিসেবে যোগদান করেন চলতি বছরের ২৩ আগস্ট। এ সময় তিনি এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া, চোর-ডাকাতসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দেন। যার বাস্তবায়ন অল্প সময়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, বিশ্বজিৎ কুমার অধিকারী যে কোনো অভিযোগের ভিত্তিতে অফিসার পাঠিয়ে তদন্ত করেন। প্রয়োজনে ইন্সপেক্টর (তদন্ত) মো. রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে সরেজমিনে তদন্ত করে সত্য-মিথ্যা যাচাই করতেন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার আইজিপির নির্দেশে ওসি বিশ্বজিৎ কুমার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আশাশুনি উপজেলায় ১১টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় তৈরি করেন।
মাসিক কল্যাণ সভায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের (পিপিএম) সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (ক্রাইমেন্ড অপারেশন) মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার দেবহাটা ও আশাশুনি সার্কেল এসএম জামিল আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন