

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, শরিফ ওসমান হাদিকে হত্যা করে একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
আবুল কালাম বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের অমানবিক নির্যাতন, জেল-জুলুমের কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে না ফেরার জন্য বড় ধরনের ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, আগামী ২৫ তারিখ তারেক রহমান দেশে ফিরবেন। লাকসাম-মনোহরগঞ্জ আমার নির্বাচনী আসন থেকে ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানকে রিসিভ করতে আমরা ঢাকা বিমানবন্দর যাব।
দেয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াছ পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কেন্দ্রীয় যুবদলের সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া দোলন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহা সুলতান খোকন, এস এম মুনসুর, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম-আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের নেতা মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ নেতাকর্মীরা।
মন্তব্য করুন