মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিদ্যালয়ের আড়াই একর জমি বেদখল

বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

দুই একর ৫৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বেদখলে লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয়ের পাশে বিভিন্ন মৌজায় ওই আবাদি জমি দখল করে রেখেছেন জমিদাতাদের উত্তরাধিকারীরা। উপজেলা প্রশাসনের সহায়তায় জমি উদ্ধারের চেষ্টা চালালেও তাতে সফল হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বুড়িমারী হাসর উদ্দিন উচ্চবিদ্যালয়। এতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০ এবং শিক্ষক ও কর্মচারী ২৩ জন রয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় লোকজন বুড়িমারীসহ বিভিন্ন মৌজার জমি দান করেন। দলিল ও রেকর্ডমূলে বিদ্যালয়ের জমির পরিমাণ ৭ একর ১৯ শতাংশ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ বিদ্যালয়ের জমিতে ৬ নম্বর সেক্টরের সদর দপ্তর স্থাপন করা হয়।

মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে বিদ্যালয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ৫০ শতাংশ জমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দিয়েছে। ২০১১ সালের দিকে বিনা মূল্যে এই জমি দলিল করে দেওয়া হয়। ওই জমিতে স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের ভবন-মাঠসহ মূল ক্যাম্পাস বুড়িমারী মৌজায় ১ একর ৬১ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। বাকি জমি পাশের ইসলামপুর, উফারমারা ও জাহামুদ্দিন মৌজায় অবস্থিত। বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ২ একর ৫৮ শতাংশ জমি বেদখলে আছে।

এর মধ্যে বুড়িমারী মৌজার দাতা নজরুল ইসলামের দেওয়া ৭০ শতক জমি শুরু থেকে দখল করে রেখেছেন তার ছেলে গোলাম মোস্তফা। অন্যদিকে উফারমারা মৌজার ৯১ শতক জমিদাতা আজিজুল ইসলাম প্রধান।

দাতার এ জমিও প্রথমে ছেলে আতাউর রহমান প্রধান (মৃত) পরে তার স্বজনেরা ৬৮ শতক দখল করে রেখেছেন। এ ছাড়া দাতা শহীদুল্যা মাস্টারের ছেলে ফরহাদ হোসেন ৪৩ শতক, দাতা জাহামুদ্দিনের ছেলে আছির উদ্দিন আহমেদ ৫৪ শতক এবং দাতা তছির উদ্দিনের ছেলে কমির উদ্দিন মাস্তার ২৩ শতক জমি দখল করে রেখেছেন।

এসব ফসলি জমির বর্তমান বাজারমূল্য এক থেকে দেড় কোটি টাকা। জমি উদ্ধারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষক ২০০৭ সালে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হয়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দখলদারদের নোটিশ দেন। কিন্তু তারা জমি ছাড়তে রাজি হননি।

জমি দখলের ব্যাপারে মেহেদী হাসান বলেন, আমার বাবা (গোলাম মোস্তফা) অসুস্থ। চাচারা জানিয়েছেন, দাদার অনেক জমি ছিল। কিছু জমি বিদ্যালয়ে মৌখিকভাবে দিতে পারেন। এর কোনো দলিল নেই। জমির দলিল আমাদের কাছে আছে। বিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত দলিল নিয়ে এলে জমি ছেড়ে দেব।

প্রয়াত জমিদাতা আতাউর রহমান প্রধানের ছেলে আবু মান্নান আতিকুজ্জামান প্রধান বলেন, কোন জমি কোথায় আছে বলতে পারব না। আপনাকে জেনে জানাব।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম খন্দকার বলেন, জমি উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু সফলতা আসেনি। এরপরও তিনি ওই জমি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পাটগ্রামের ইউএনও নুরুল ইসলাম বলেন, এখানে তিনি নতুন যোগ দিয়েছেন। বিষয়টি সম্পর্কে জেনেছেন। কাগজপত্র দেখে জমি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব দিল ইরান

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে অপপ্রচারের প্রতিবাদ সংখ্যালঘু ঐক্যমোর্চার 

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

পাকিস্তান-আফগানিস্তান  / সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় যাদের নাম

নাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার

১০

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি রিজওয়ানের

১১

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

১২

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

১৩

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

১৪

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

১৫

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

১৬

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

১৭

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

১৮

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

২০
X