আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে টানা পঞ্চমবারের মতো নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে নৌকার মাঝি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মো. নূরুল ইসলাম সুজনের নাম ঘোষণা করা হয়।
সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তিনি।
নূরুল ইসলাম সুজন পরপর তিনবার নির্বাচিত হওয়ায় গত ১৫ বছর ধরে সংসদ সদস্য হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দলকে নিজস্ব ধারায় সুসংগঠিত করেছেন। এ ছাড়া ২০১৮ সালের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এক সময়ের অবহেলিত পঞ্চগড় জেলাসহ সারা দেশে রেলের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন তিনি।
এ ছাড়া তার আমলে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী, ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময় হওয়া, বিলুপ্ত ছিটমহলে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অবকাঠামোসহ সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন হয়। গত ১৫ বছরে আওয়ামী লীগের ভোট বৃদ্ধি পাওয়ায় এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন