চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে ভাঙচুর-লুটপাট

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা। ছবি : কালবেলা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সাবেক মন্ত্রী মুজিবুল হকের স্ত্রীর দুই ভাইয়ের ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (৫ মে) দিনগত রাত ১২টার পর কুমিল্লা চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক চারজন হলেন- চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামের আব্দুল রহিমের ছেলে মো. রনি (১৮), মোখলেছুর রহমানের ছেলে মো. রহিম (৪০), মৃত মনহর উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৬৫) ও ফজলুর রহমানের ছেলে আব্দুল করিম (৪০)।

ভুক্তভোগী আলাউদ্দিন মুন্সি বলেন, আমার মুরগির ফার্মে একই গ্রামের কামাল নামে এক শ্রমিক কাজ করতো। প্রায় এক বছর আগে সে সকল হিসাবনিকাশ চুকিয়ে আমাদের ফার্ম থেকে অব্যাহতি নেয়। সোমবার বিকেলে আমাদের কাছে ৫ লাখ টাকা পাবে বলে লোকজন নিয়ে আমাদের বাড়িতে আসে। এ ঘটনায় আমরা উপস্থিত লোকজনকে সব কিছু বুঝিয়ে বললে তারা নানা উসকানিমূলক কথা বলে চলে যায়। রাত ১২টার পর আমরা যখন সকলে ঘুমিয়ে পড়ি তখন ৭০-৮০জন লোক এসে আমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে।

তিনি আরও বলেন, আমি ও আমার ভাই কোনোরকমে পালিয়ে বাঁচি। তারা এমনভাবে হামলা চালিয়েছে, এখন ঘরে পানি পান করার একটি গ্লাস পর্যন্ত নেই। আমরা উপায় না পেয়ে জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করার পর যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে। রাত আড়াইটার দিকে যৌথবাহিনী চলে যাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের বাড়ি ঘেরাও করে রাখে। দুপুরে চান্দিনা থানা পুলিশ আমাদের বাড়িতে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আলাউদ্দিনের স্ত্রী পারভীন বেগম বলেন, আমাদের ঘরের চারটি আলমারি ভেঙ্গে ৩৫ ভরি স্বর্ণালংকার, চারটি টিভি, দুটি এসি, তিনটি ফ্রিজ, সিসি ক্যামেরাসহ আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়। হামলায় আমাদের শিশু সন্তানরা ভয়ে খাটের নিচে লুকায়। আতঙ্কিত হয়ে দুই শিশু অজ্ঞান হয়ে পড়ে।

এ ঘটনা জানতে কামালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমলে সাবেক রেলমন্ত্রীর ক্ষমতার দাপট খাটিয়ে আলাউদ্দিন ও নাছির উদ্দিন মানুষের ওপর অন্যায় অত্যাচার করতো। কেউ তাদের কথার অবাধ্য হলে তাদেরকে বাড়িতে ধরে নিয়ে মারধর করতো। কয়েকদিন আগেও তারা সরকারি টাকায় নির্মিত পাকা রাস্তা বন্ধ করে দেয়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আলাউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

বিশেষ অভিযানে মোহাম্মদপুর থেকে ২০ জনকে গ্রেপ্তার

উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা

সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

অনুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ

সিলেটে আরও এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

পাকিস্তানকে চোখ রাঙিয়ে ভারতের বিশাল সামরিক মহড়া

রাজধানীর নগর সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার আহ্বান

মাদকাসক্ত তরুণের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর

তদন্ত কমিটির প্রতিবেদন / বিদেশমুখী শ্রমিকদের পকেট কেটেছে টিকিট সিন্ডিকেট

১০

দেড় লাখে শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা

১১

নারীবিষয়ক সংস্কার কমিশনের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান ৪৯ বিশিষ্ট নাগরিক 

১২

কুমিল্লায় ডোবা থেকে অনুর মরদেহ উদ্ধার

১৩

চরমোনাই পীরের দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি

১৪

জামায়াতের নায়েবে আমির ডা. তাহের ও চীনের রাষ্ট্রদূতের মতবিনিময়

১৫

ক্যানসার আক্রান্ত শিশু আনিশা বাঁচতে চায়

১৬

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চায় এনসিপি

১৭

হেফাজতের দুঃখ প্রকাশকে সাধুবাদ জানালেন ৬ নারী

১৮

সান সিরোতে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ইন্টার-বার্সা

১৯

খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ বিএনপি নেতা আটক

২০
X