টাঙ্গাইলের ভূঞাপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে কাগমারিপাড়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে সড়ক দুর্ঘটনায় হবিবুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত হবিবুর রহমান জেলার ঘাটাইল উপজেলার চর বকশিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হবিবুর সকালে চর বকশিয়া থেকে বাইসাইকেলযোগে পার্শ্ববর্তী উপজেলা ভূঞাপুরের কাগমারিপাড়ায় পোনা মাছ কেনার উদ্দেশ্যে বের হন। যাওয়ার পথে কাগমারিপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভূঞাপুর থানার এসআই লিটন মিয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।
মন্তব্য করুন