দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তারিকুল ইসলাম তারিক। আসনটিতে ১২ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য। তবে দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। সোমবার (২৭ নভেম্বর) রাতে চিরিরবন্দরের চাম্পাতলী এলাকায় এক মতবিনিময় সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার এ ঘোষণা দেন।
এরপরই মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এ কে এম শরীফুল হকের কাছ থেকে তারিকুলের পক্ষে মনোনয়ন ফরম তোলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম সরকার মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুরসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
এ বিষয়ে তারিকুল ইসলাম তারিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।
তিনি আরও বলেন, আমার পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলা হয়েছে। যদি বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি নির্বাচনে না আসে আমি অবশ্যই প্রার্থী হবো। এ ক্ষেত্রে দিনাজপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।
এ আসনে পরপর তিনবার নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি আবারও এই আসনে মনোনয়ন পেয়েছেন।
মন্তব্য করুন