বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে পোষ্য কুকুরকে হত্যার অভিযোগে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগে মামলা করেছেন আনিসুর রহমান নামে এক ব্যক্তি। তিনি নিহত কুকুরের মালিক। আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সামন জারি করেছেন।
এদিকে কুকুর হত্যার দায়ে মামলা বরগুনা আদালতে এই প্রথম বলে জানিয়েছেন জেলা বারের সদস্য অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি।
মামলার তিন আসামি হলেন রাকিব পঞ্চয়েত (৩০), মাওলা পঞ্চায়েত (৪৮) ও আবু পঞ্চায়েত (৫৫)। তারা সবাই সদর উপজেলার খাকবুনিয়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণি কল্যাণ আইন, বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার আইনজীবী নেপোলিয়ন বলেন, আসামিরা রোববার (২৬ নভেম্বর) ফাঁদ পেতে বাদী আনিসুরের পোষ্য কুকুরটিকে পিটিয়ে ও লোহার টেঁটা দিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করে। কুকুরটির ৭টি দুধের ছানা রয়েছে। কুকুরটি হত্যার অভিযোগে মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করেন বাদী আনিসুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।
তিনি আরও বলেন, আসামিরা এ ঘটনার দুদিন আগে একই গ্রামের খবিরউদ্দিন হাওলাদারের একটি পোষা কুকুর এবং খলিল হাওলাদারের একটি গর্ভবতী কুকুরকে একইভাবে পিটিয়ে হত্যা করে। তাদের বিরুদ্ধে এ এলাকার শতাধিক কুকুরকে হত্যার অভিযোগ রয়েছে।
বরগুনা জেলা বারের উদীয়মান আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি কালবেলাকে বলেন, ‘এ ধরনের মামলা বরগুনায় এই প্রথম। পোষা প্রাণি হত্যার দায়ে বরগুনা আদালতে মামলা নেওয়া হয়েছে। সবার কাছে বার্তাটা পৌঁছে দিতে আমি বিচারকের কাছে মামলাটি আমলে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম।’
মন্তব্য করুন