বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমা দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

আনোয়ারায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ভূমিমন্ত্রী। ছবি : কালবেলা
আনোয়ারায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ভূমিমন্ত্রী। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভূমিমন্ত্রীর ছোট ভাই দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রনি, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোওয়ানুল করিম চৌধুরী সায়েম ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।

এর আগে বেলা ১১টায় পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভূমিমন্ত্রীর পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাংবাদিকদের বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৭ জানুয়ারির নির্বাচনের জন্য, মনোনয়নপত্র জমা দিতে এসে বুঝতে পেরেছি উৎসবমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে চতুর্থবারের মতো মনোনয়ন দেওয়ায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি। আমি সবার দোয়া চাই, অতীতের মতো আমি যেন আপনাদের সেবা করতে পারি।

এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। ৩০টি দল এ নির্বাচনে অংশ নিচ্ছে, সেখানে কেউ যদি নির্বাচনে আসতে না চায় তাহলে তাকে তো জোর করে আনা সম্ভব নয়। আওয়ামী লীগ হচ্ছে দেশের সর্ববৃহ একটি রাজনৈতিক দল, তার সঙ্গে আরও দল নির্বাচনে যাচ্ছে সুতরাং দেশ এখন সম্পূর্ণ নির্বাচনমুখী।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রিয় নেতাকে একনজর দেখতে হাজার হাজার মানুষ উপজেলা চত্বরের বাইরে জড়ো হতে থাকে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মী ছাড়াও সাধারণ মানুষ হেঁটে দূর-দূরান্ত থেকে ভূমিমন্ত্রীকে দেখতে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১০

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১১

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১২

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৩

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৪

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৫

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৬

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

১৭

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৮

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৯

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

২০
X