গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন এলেই জামায়াত-বিএনপি অগ্নিসন্ত্রাস করে’

ময়মনসিংহে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। ছবি : কালবেলা
ময়মনসিংহে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। ছবি : কালবেলা

নির্বাচন এলেই জামায়াত-বিএনপি অগ্নিসন্ত্রাস করে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

সোমনাথ সাহা বলেন, সেই ২০১৪ সাল থেকে যখনই নির্বাচন আসে, তখনই সেই নির্বাচন বানচালের জন্য তারা বিভিন্ন সময় অগ্নিসন্ত্রাস করে। তারা গাড়িতে আগুন দেয়, ট্রেনে আগুন দেয়, লঞ্চে আগুন দেয়, মানুষ পুড়িয়ে হত্যা করে। গত ২৮ তারিখ আপনারা দেখেছেন টিভিতে একজন পুলিশ সদস্যকে কীভাবে পিটিয়ে হত্যা করে লাশের ওপর তারা নৃত্য করেছে। পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে, অ্যাম্বুলেন্সে করেছে, প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে।

বুধবার রামগোপালপুর বাসস্ট্যান্ডে জামায়াত-বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচির আয়োজন হলেও সেখানে অংশ নেওয়ার পাশাপাশি সোমনাথ সাহা সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনির সভাপতিত্বে ও রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সোমনাথ সাহার নেতৃত্বে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে সোমনাথ সাহা আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। ওই আসনে মনোনয়ন পান গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। গত সোমবার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সোমনাথ সাহার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির কাঠগড়ায় দ্বৈত নাগরিকত্ব

আর্টেমিস-২ মিশন / ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

পাম্পে শ্রমিক হত্যার অভিযোগ, ‘সুজন যুবদলের কেউ নয়’

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

গাজার জন্য গঠিত বোর্ড অব পিসে আমন্ত্রণ পেলেন যারা

লামিন বনাম রিয়াল: স্পেন শিবিরে বাড়ছে অস্বস্তি

রক্ত লাগলে রক্ত দেব: সারজিস

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের দেখাশোনার জন্য বিশেষ বিভাগ খুলবে’

চবি ২৮ ব্যাচের ফুটবল উৎসব অনুষ্ঠিত

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের 

১১

‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’-এর শীতবস্ত্র বিতরণ

১২

এইচএসসি পাসেই আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ

১৩

শীত আবার বাড়বে কি না জানাল আবহাওয়াবিদ

১৪

দুই জোড়া ভাইকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

১৫

আগামী ৫ দিন কেমন থাকবে শীত

১৬

নুরুদ্দিন অপুর উপহারের ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১৭

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

১৮

‘গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নাই, তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে’

১৯

ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি

২০
X