নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০২:১৯ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৪  

কেন্দুয়া থানা। ছবি : কালবেলা
কেন্দুয়া থানা। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় মঙ্গলবার (২৭ জুন) পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন জন সড়ক দুর্ঘটনায় এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

কেন্দুয়ায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দীন ইসলাম বাবু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.অরুপ কুমার সরকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায় দুপুর দেড়টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দীন ইসলাম বাবু কেন্দুয়া উপজেলার রায়পুর গ্রামের আব্দুল কাইউমের ছেলে।

অন্যদিকে কেন্দুয়া-মদন সড়কে পিকআপ চাপায় বোরহান উদ্দিন (২১) ও কৌশিক সাহা (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৬ টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কেন্দুয়া-মদন সড়কের গোগ বাজার পর্যটন এলাকায় দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় মদন থেকে কেন্দুয়ার দিকে আসা একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বোরহান ও তার বন্ধু কৌশিককে চাপা দেয়। পরে আহত দুইজনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কৌশিক সাহা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত বোরহান উদ্দিন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র এবং কাউরাট গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল কাইয়ুমের ছেলে। নিহত কৌশিক সাহা ব্যবসায়ী শংকর সাহার ছেলে। সে উপজেলার আরামবাগ এলাকার বাসিন্দা।

এদিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের বকুল মিয়ার ছেলে জয় মিয়া দুপুরের দিকে নিজের ঘরের ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

কেন্দুয়া থানার উপ-পরিদর্শক শফিউল আলম পৃথক দুর্ঘটনায় চার জনের নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা কবলিত পিকআপ এবং বাস উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হবে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১০

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১১

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১২

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৩

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৫

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৬

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৭

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৮

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৯

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

২০
X