পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ মাকে ফিরিয়ে নেয়নি ছেলে, ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে

বৃদ্ধা মা মালেকা বেগম। ছবি : কালবেলা
বৃদ্ধা মা মালেকা বেগম। ছবি : কালবেলা

১৪ নভেম্বর সকালে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে। স্থানীয় বিপুল মিয়া নামে এক ব্যক্তি তার সঙ্গে কথা বলে বুঝতে পারেন তিনি কিছুটা মানসিক রোগী। তার এলোমেলো কথাবার্তার মধ্যে শুধু তার নাম মালেকা বেগম ছাড়া আর তেমন কিছু তিনি ঠিকঠাকভাবে বলতে পারছিলেন না।

এই পরিস্থিতিতে বিপুল মিয়া ‘হামার পীরগাছা’ নামক একটি ফেসবুক গ্রুপে ওই বৃদ্ধার পরিবারের সন্ধান চেয়ে একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টের সূত্র ধরে ১৫ নভেম্বর সকালে ওই গ্রুপের এডমিন স্বেচ্ছাসেবী দুই বন্ধু বেলাল ও ফুয়াদ ওই বৃদ্ধাকে তার পরিবারের খোঁজ বের করে ফিরিয়ে দিতে মীরবাগে চলে যান।

সেখানে যাওয়ার পর থানা পুলিশের সহায়তায় ও বিভিন্ন কৌশলে ওই বৃদ্ধার নিকট প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে বুঝতে পারেন ওই বৃদ্ধার বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর থানার ধানগড়া গ্রামে। এরপর দুই বন্ধু বৃদ্ধার এলাকার মেম্বার ও চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন তার শামীম নামে একটা ছেলে রয়েছে। অতঃপর বেলাল ও ফুয়াদ বৃদ্ধার ছেলে শামীমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আজকের রাতটা মাকে আপনাদের কাছে রাখেন। আগামীকাল সকালে আমরা গিয়ে তাকে নিয়ে আসব।

এরপর দুই বন্ধু বৃদ্ধাকে মীরবাগ থেকে পীরগাছায় নিয়ে এসে দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নামে একটি বৃদ্ধাশ্রমে এক রাতের জন্য থাকার ব্যবস্থা করেন। পরের দিন (১৬ নভেম্বর) বৃদ্ধার ছেলের সঙ্গে যোগাযোগ হলে তিনি জানান, তার মা মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান। মানুষজন তাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এই ব্যাপারটি নিয়ে তারা খুবই বিরক্ত। তা ছাড়া তার আর্থিক অবস্থাও শোচনীয়। পীরগাছা থেকে তার মাকে যে নিয়ে আসবে সেই টাকাও নাকি তার কাছে নেই।

এই কথা শুনে দুই বন্ধু বৃদ্ধার ছেলের মোবাইলে ৩শ টাকা পাঠিয়ে দেন। টাকা পাওয়ার পর ছেলে শামীম জানায়, তার এক ফুফাতো ভাইকে টাকাসহ তিনি পীরগাছায় পাঠাচ্ছেন। টাকা পাওয়ার পর শামীমের ফুফাতো ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি এবং শেষ পর্যন্ত তিনি আর আসেননি। ১৭ নভেম্বর সারাদিন ব্যর্থ চেষ্টার পর ছেলে শামীম সাফ জানিয়ে দেয়, তার মাকে তিনি নিবেন না এবং তাকে বৃদ্ধাশ্রমে রেখে দেন। অতঃপর বৃদ্ধা হামিদা বেগমের ঠাঁই হয়েছে এক রাতের অতিথি হয়ে যাওয়া সেই বৃদ্ধাশ্রমে।

সরেজমিনে ২৮ নভেম্বর ওই বৃদ্ধাশ্রমে গিয়ে মালেকা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি তার ছেলেকে দেখতে চান। তার কাছে যেতে চান।

দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজেকা বেগম কালবেলাকে বলেন, মালেকা বেগম মাঝেমধ্যেই তার ছেলেকে দেখতে চান। তার ছেলে আসব আসব বলে এতদিন পেরিয়ে গেলেও এক দিনও তার মাকে দেখতে আসেনি। উনি যতদিন বেঁচে আছেন আমার এখানেই থাকবেন।

দুই বন্ধু বেলাল ও ফুয়াদ কালবেলাকে বলেন, এর আগেও তারা কয়েকজন হারিয়ে যাওয়া ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এবারের ঘটনাটি তাদের কাছে একদম ব্যতিক্রম। বিষয়টি নিয়ে কালবেলার প্রতিবেদক বৃদ্ধার ছেলে শামীমের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

১০

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১১

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

১২

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

১৩

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

১৪

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

১৫

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

১৬

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

১৭

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

১৮

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

১৯

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

২০
X