কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে পান বরজের বিরোধের জেরে নাছির উদ্দীন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তিনি শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং স্থানীয় আসত আলীর ছেলে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাপলাপুরের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন মাহমুদ। তিনি জানান, পান বরজের বিষয় নিয়ে স্থানীয় কয়েকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।
স্থানীয় সূত্র জানায়, শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলামের কাছে পানের বরজ করার জন্য জমি লিজ দেন নাছির উদ্দীন। কিন্তু পানের বরজের খাজনা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে নুরুল ইসলামের নেতৃত্বে আলমগীর, মোহাম্মদ জহিরসহ ১০-১২ জন নাছিরকে মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন