চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও যুবদলের দুই নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা হলেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি এজাহার মিয়া ও ইউনিয়ন যুবদলের সদস্য মো. সুমন। রোববার (৩ ডিসেম্বর) রাতে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ তার নিজ বাসভবনে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় তারা জানান, আমরা বুঝে শুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমাদের ওপর কোনো চাপ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমরা আওয়ামী লীগে যোগ দিয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুনকে বিজয়ী করার জন্য কাজ করবেন বলে জানান তারা।
ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মোহাম্মদ ইসমাইল, ইউপি সদস্য ইয়াকুব, সেলিম উদ্দিন, মানিক প্রমুখ।
মন্তব্য করুন